Name: Engr. Syed Mahabubul Haque
Designation: Director
Qualification: B.Sc. in Civil Engg. (BUET) M.Sc. in WRE (Belgium) M.B.A. , Management (Dhaka University)
Phone: 8801711535234
Email: smpalash2003@yahoo.com
প্রকৌশলী সৈয়দ মাহাবুবুল হক ১৯৭৩ সালে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে সিভিল এভিয়েশন হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ১৯৯০ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ১৯৯৭ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পুরকৌশল বিভাগ থেকে বি. এসসি. ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে ২০০৫ সালে Katholic University of Leuven, Belgium থেকে পানি সম্পদ কৌশল বিষয়ে মাস্টার্স ডিগ্রী লাভ করেন।
১৯৯৮ সালে তিনি শেলটেক এ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি দি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এ প্রভাষক হিসেবে এবং বেলজিয়াম থেকে ফিরে সহকারী অধ্যাপক হিসেবে একই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
প্রকৌশলী সৈয়দ মাহাবুবুল হক ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স এর একজন সক্রিয় সদস্য। বর্তমানে তিনি omeca এর পরিচালনার সাথে যুক্ত আছেন।